কলারোয়া

কলারোয়ায় বিভিন্ন ভাতাভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ

By Daily Satkhira

May 10, 2018

কলারোয়া ডেস্ক: “বিধবা ভাতার প্রচলন, শেখ হাসিনারই উদ্ভাবন”“প্রতিবন্ধীদের ভাতা প্রদান,শেখ হাসিনারই অবদান”, “শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে কলারোয়ায় বর্ধিত বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম আরাফাত হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, সাংবাদিক জুলফিকার আলী, এমপি প্রতিনিধি সন্তোষ কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসের এফএস শেখ ছাবের আলী, ইউডি আলহাজ্ব আ: সামাদ, ইউনিয়ন সমাজকর্মী হুমায়ন কাদির, কাজী ফজলুল হক, শেখ মিজানুর রহমানসহ সকল অফিসার ও কর্মচারীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা গণমৈত্রী এনজিও সংস্থার পরিচালক মেহেদী হাসান।

উল্লেখ্য, ৬৪৩ জনের মধ্যে বয়স্কভাতা, ৩১২জনের মধ্যে বিধবা ভাতা, ১২জনের মধ্যে অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা, ৪ জনের মধ্যে দলিত বিশেষ ভাতা, ৪ জনের মধ্যে হিজড়া ভাতাসহ মোট-১হাজার ৯২জনের মধ্যে ৪৯ লাখ ১৪ হাজার টাকার ভাতা প্রদানের বই বিতরণ করা হয়েছে।