১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার দাবি করেছেন, রবীন্দ্রনাথ নোবেল বর্জন করেছিলেন।
ব্রিটিশ সরকার ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে সম্মানসূচক ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ খেতাব প্রত্যাখান করলেও নোবেল পুরস্কার বর্জন করেননি।
সম্প্রতি ত্রিপুরার উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে বিপ্লব দেব বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বখ্যাত কবি হয়েও তৎকালীন ইংরেজ সরকারের বিরোধিতা করে নোবেল পুরস্কার বর্জন করেছিলেন!
ক্ষমতাগ্রহণের পর থেকেই একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির এ নেতা। এর আগে তিনি যেসব বক্তব্য দিয়ে আলোচনার ঝড় তোলেন তার কয়েকটি হল:
-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হাসপাতালে গিয়ে মস্তিষ্কের চিকিৎসা নেয়া উচিত। -চাকরির জন্য রাজনীতিবিদদের পিছনে না দৌড়ে যুবকদের পানের দোকান খোলা ও গরুর দুধ বিক্রি করা উচিত। -ভারতীয় নারী ডায়না হেডেন ১৯৯৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জিতলেও তিনি সেটির যোগ্য ছিলেন না। -মহাভারতের যুগ থেকেই ভারতে ইন্টারনেটের প্রচলন ছিল।