কালিগঞ্জ

কালিগঞ্জে সাহিত্য একাডেমির সম্মেলন অনুষ্ঠিত

By Daily Satkhira

November 19, 2016

কালিগঞ্জ ব্যুরো: সত্য-সুন্দর-সম্প্রীতির উৎসব কালিগঞ্জ সাহিত্য একাডেমি সম্মেলন ২০১৬ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কালিগঞ্জ সাহিত্য একাডেমির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার পুরস্কারপ্রাপ্ত কবি আবদুস সামাদ ফারুক। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মদ, কবি হোসেন উদ্দীন হোসেন, মাকিদ হায়দার, ভারতীয় কবি নৃপেন চক্রবর্তী ও নলিনী বেরা প্রমুখ। এ্যাডভোকেট জাফরুল্যাহ কুতুবুদ্দিন ইব্রাহিম ও সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ সাহিত্য একাডেমির সমন্বয়ক অধ্যাপক গাজী আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক, সুশীলনের পরিচালক মোস্তফা নুরুজ্জামান, জেলা সাহিত্য একাডেমির সম্পাদক পল্টু বাসার প্রমুখ। সম্মেলনের আহবায়ক ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা। অনুষ্ঠান শুরুর পূর্বে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ফারুক অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১২ ইউনিয়নের ২২ জন ভিক্ষুককে প্রথম পর্যায়ে কর্মসংস্থানের জন্য প্রত্যেককে ভ্যান ও সেলাই মেশিন প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারাফ হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যার প্রশান্ত কুমার সরকার প্রমুখ। সম্মেলনের বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংকৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।