জাতীয়

দেশের বিভিন্নস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা

By Daily Satkhira

May 11, 2018

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্নস্থানে মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।