রাজনীতি

সাতক্ষীরায় গণফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

By daily satkhira

May 12, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গণফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহাসীন মন্টু। জেলা গণফোরামের সভাপতি প্রভাষক মামুনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীনূর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব গণফোরামের আহবায়ক কাজী হাবিব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ও.ম শফিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পংকজ কান্তি সরকার (বাপ্পি), সাংগঠনিক সম্পাদক ডা: জাহাঙ্গীর আলম, মহিলা গণফোরামের আহবায়ক ফেরদৌসী খান ময়না, সদস্য সচিব নাজমা খাতুন, যুব গণফোরামের আহবায়ক গাজী আক্তারুজ্জামান, সদস্য সচিব হুমায়ুন কবির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসীন মন্টু বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। পাঁচ হাজার টাকার জন্য কৃষকের মাজায় রশি বেধে নিয়ে আসা হয়, কিন্তু হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও ঋণ খেলাপিদের নাম বলতে সাহস পান না অর্থমন্ত্রী। এসবের বিচার হওয়া উচিত। বাংলাদেশ এখন মহা সংকটে। এ সংকট কাটাতে হলে এখনই জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতীয় স্বার্থে মুক্তিযুদ্ধের সকল রাজনৈতিকদলের জাতীয় ঐক্য তৈরি করতে হবে। ঐক্য ছাড়া সংকট মোকাবেলা সম্ভব না। তিনি আরও বলেন, কোটা সংস্কার একটা যৌক্তিক দাবি। কিন্তু আমাদের কৃষিমন্ত্রী সংসদে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে ঠেলে দিলেন। এটা নিয়ে যতদ্রুত সম্ভব একটা সমাধান হওয়া উচিত। মন্টু বলেন, অন্যায়-দুর্নীতির প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় স্বাধীনতা অর্জনের মূল্য থাকবে না।