তালা

তালায় কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত

By Daily Satkhira

May 12, 2018

তালা প্রতিনিধি: কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করছে বেসরকারি সংস্থা দলিত। সংস্থার তালা শাখায় প্রশিক্ষনরত কম্পিউটার প্রশিক্ষনার্থীদের জন্য মানবাধিকার সম্পর্কীত কর্মশালা বৃহস্পতিবার সকালে তালা উপজেলার মহান্দি এজি চার্চ মিশন হলরুমে আয়োজন করা হয়। দাতা সংস্থা সানজিনো-ইতালী এর সহযোগীতায়, টিপসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মােেলক। দলিত’র টিপসি প্রকল্প ব্যবস্থাপক ফাহমিদা খাতুন’র সভাপতিত্বে এবং সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, দলিত কর্মী শাওন সাহা, মুকুল দাস এবং উপকারভোগী কম্পিউটার প্রশিক্ষনার্থী শাহীন শেখ, কাকন দাশ, মুক্তা মন্ডল ও স্বপ্না সরকার প্রমুখ বক্তৃতা করেন। এসময় ৪০জন কম্পিউটার প্রশিক্ষনার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মানবাধিকার লংঘন রোধ, মানবাধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধের উপর আলোচনা সহ বিষয় ভিত্তিক গ্রুপ সেশন অনুষ্ঠিত হয়।