আশাশুনি

আশাশুনির ভ্যান চালক মিলনের আকুতি

By daily satkhira

May 12, 2018

আশাশুনি ব্যুরো : ”মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” আপনার সামান্য সহযোগিতায় বাঁচতে পারে একটি মানুষের প্রাণ। শনিবার সকালে আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের আদম মোল্ল্যার পুত্র অসহায় ভ্যান চালক মিলন মোল্ল্যা (৩২) এর বাড়িতে গিয়ে দেখাগেছে সে দীর্ঘ দিন যাবত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। হঠাৎ একদিন ভ্যান চালাতে চালাতে অসুস্থ্য হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ও পরীক্ষা করে জানা যায় তার কিডনিতে পাথর পড়েছে। কিছু দিন যেতে না যেতেই দেখা যাই একটু পরিশ্রম বা হাটলে পুরুষ অঙ্গ দিয়ে রক্ত ঝরে। যত টুকু সমর্থন ছিল সাতক্ষীরা, খুলনা, ঢাকাসহ বহু চিকিৎসা করিয়েছে। তাতে কোন উন্নতি হইনি বলে জানায় সে। যত দিন যাচ্ছে ততই অবনতি হচ্ছে তার শরীরের অবস্থা। শেষ চিকিৎসা মনে করে তার নিকট আতœীয় এক ডাক্তার তাকে ভারতে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। সেখানে চিকিৎসা করাতে বহু টাকার প্রয়োজন। মিলন মোল্ল্যার স্ত্রী জানান, সংসার চালাতে পারিনা তারপর আমার ছোট তিনটি কন্যা সন্তান। তাদের মুখে তিন বেলা অন্য তুলে দিতে পারিনা তারপর কিভাবে আমরা ভারতে চিকিৎসা করাতে নিয়ে যাব? এত টাকা পাব কোথায়? কিছ ুদিনের মধ্যে যদি ভারতে চিকিৎসা জন্য না যেতে পারি তবে মনে হয় আর বাঁচা হবে না মিলন মোল্ল্যা কাঁদতে কাঁদতে কষ্টের এ কথাটি বলেন । আমার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব যদি কোন সহৃদয়বান ব্যাক্তি আমার চিকিৎসার জন্য সাহায্য করেন তবে তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার বিকাশ নং ০১৭৯৪-১৫৭৫৯৩ মিলন, আতœীয় ০১৭১৭-৮৮৬৪৬৮