খেলা

ভালোই কেটেছে আয়ারল্যান্ডের ‘প্রথম’ দিন

By Daily Satkhira

May 13, 2018

শুক্রবার টেস্ট অভিষেকের গৌরবোজ্জ্বল অধ্যায় শুরুর অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। কিন্তু দিনভর বৃষ্টিতে মাঠে নামা হয়নি। শনিবার দ্বিতীয় দিন তারা টস জিতে ফিল্ডিং নিয়ে চেপে ধরেছিল পাকিস্তানকে। দেশের ইতিহাসে প্রথম টেস্টের ‘প্রথম’ দিনটা খারাপ যায়নি আইরিশদের।

দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান ৬ উইকেটে ২৬৮ রানে।

টানা দুই বলে পাকিস্তান হারায় দুই ওপেনার আজহার আলী (৪) ও ইমাম-উল-হককে (৭)। বয়েড র‌্যানকিন ও টিম মুরতাঘ অষ্টম ও নবম ওভারে উইকেট ‍দুটি তুলে নেন।

১৩ রানের মধ্যে ২ উইকেট হারালে পাকিস্তানের ব্যাটিংয়ে হাল ধরেন হারিস সোহেল ও আসাদ শফিক। হারিসকে ৩১ রানে আউট করে এই ৫৮ রানের জুটি ভাঙেন স্টুয়ার্ট থম্পসন।

আয়ারল্যান্ডের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়ে চেপে ধরেছিলেন পাকিস্তানকে। ১৫৯ রানে ৫ উইকেট হারায় তারা, চা বিরতির আগে কেবল ৬২ রান করে প্রতিরোধ গড়েছিলেন আসাদ।

তবে শাদাব খান ও ফাহিম আশরাফের একশ ছাড়ানো জুটিতে স্বস্তিতে ফেরে পাকিস্তান। ১০৯ রানের অপরাজিত জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি পেয়েছেন তারা দুজন। আলোর স্বল্পতায় দিন শেষ ঘোষণার আগে শাদাব ৫২ ও ফাহিম ৬১ রানে অপরাজিত খেলছিলেন।

মুরতাঘ, র‌্যানকিন ও থম্পসন দুটি করে উইকেট নিয়েছেন। ক্রিকইনফো