রমজানের পবিত্রতা রক্ষার জন্য সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার বিকাল ৪টায় হাফেজ পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকির হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাও: জুলফিকার আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাও আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন। এসময় জেলা প্রশাসক বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে সাতক্ষীরার সকল সিনেমা হলের অশ্লীল পোস্টার প্রদর্শনী নিষিদ্ধ, হোটেল রেস্তোরা পর্দা দিয়ে ঢেকে রাখা, রং দিয়ে ও ভেজাল খাবার বিক্রয় বন্ধ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে ধুমপান করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি