সাতক্ষীরা

নাসিরনগরে হামলা এবং গোবিন্দগঞ্জে সাওতালদের উচ্ছেদ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

November 19, 2016

নিজস্ব প্রতিবেদক: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও গোবিন্দগঞ্জের আদিবাসী সাওতালদের ভূমি থেকে উচ্ছেদ, হত্যা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখা। জেলা যুবমৈত্রীর সভাপতি শিবপদ গাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বপন কুমার শীল, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, যুগ্ন-সম্পাদক  ধ্রুব সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ কয়াল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় সরকার, সাধারণ সম্পাদক অদিতি আদৃত্য সৃষ্টি,কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সদস্য ও জেলা ছাত্রমৈত্রীর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেবাশিষ মন্ডল  প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালে এ দেশ স্বাধীন করতে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহণ করেছিল। কিন্তু ৭১’র সেই পরাজিত শক্তি আজও তাদের অপতৎপরতা বন্ধ করেনি। একের পর এক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর হামলা তার প্রমাণ। তাদের প্রতিরোধ করা প্রয়োজন। এসময় বক্তারা নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও গোবিন্দগঞ্জের আদিবাসী সাওতালদের ভূমি থেকে উচ্ছেদসহ হত্যা-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।