সাতক্ষীরা

অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় সদস্যদের না জানিয়ে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন

By daily satkhira

May 14, 2018

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় লাবসা ইউনিয়নের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান থাকার পরও অবৈধভাবে অন্য মেম্বরকে প্যানেল চেয়ারম্যান ঘোষণার অভিযোগ অভিযোগ উঠেছে। এঘটনায় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মধ্যে তীব্রক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিগত ২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর প্রথম সভায় সকল ইউপি সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন ও রেজুলেশনের মাধ্যমে গোলাম কিবরিয়া বাবুকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়। তারপর থেকে দীর্ঘদিন সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ৪৯ লক্ষ ৪৪ হাজার ৬ শত ১১ টাকার প্রকল্পে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলীমের সাথে বিরোধ বাধে প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবুর। এঘটনায় মানববন্ধন, সমাবেশ এবং আদালতে মামলাও দায়ের করা হয়। বর্তমানে মামলা দুদকে তদান্তধীন রয়েছে। এতে ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম প্যানেল চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এর জের ধরে গত ১৩ মে’১৮ লাবসা ইউনিয়নের রাজনগরে বেতনা নদীর উপর নব-নির্মিত ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। সেখানে ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নানকে অবৈধভাবে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। অথচ এখনো পর্যন্ত লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু এমনটিই দাবি করেছেন ইউপি সদস্যরা। অথচ নিয়ম রয়েছে পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। কিন্তু দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগিরা নির্বাচিত প্যানেল চেয়ারম্যান থাকা সত্বেও সম্পূর্ণ অবৈধভাবেই হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন কয়েকজন ইউপি সদস্য। এঘটনায় ৯নং ওয়ার্ডের মেম্বর মনিরুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের সকলের মতামতের ভিত্তিতেই গোলাম কিবরিয়া বাবুকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছিলো। কিন্তু সম্প্রতি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করায় বাবুর পরিবর্তে ইচ্ছামত হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ৪নং ওয়ার্ডের মেম্বর আসাদুল ইসলাম বলেন, হান্নান অবৈধ প্যানেল চেয়ারম্যান। কারণ আমার ভোটের মাধ্যমে বাবুকে প্যানেল চেয়ারম্যান বানিয়েছিলাম। ইচ্ছা করলেই এভাবে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন করা যায় না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। ৫নং ওয়ার্ডের মেম্বর কাজী মনিরুল ইসলাম বলেন, আমার জানামতে প্যানেল চেয়ারম্যান বাবু। কিন্তু হান্নানের প্যানেল চেয়ারম্যান হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। ৭নং ওয়ার্ডের মেম্বর জামির হোসেন বলেন, এটা খুব দু:খ জনক ঘটনা। আমাদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু। ইচ্ছামত কেউ হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দিলে আমরা তা মানবো না। ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর ফেরদৌসী ইসলাম মিষ্টি বলেন, এ বিষয়ে আমার কিছু জানানেই। ১নংওয়ার্ডে মেম্বর রাম প্রসাদ বলেন, আমার জানামতে বাবুই প্যানেল চেয়ারম্যান। কিন্তু হান্নানের বিষয়ে আমার কিছু জানানেই। ৩নং ওয়ার্ডের মেম্বর আরিজুল ইসলাম, আমার জানামতে বাবুই প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু। ২নং ওয়ার্ডের মেম্বর সাঈদআলী সরদার বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে বাবুকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করেছিলাম। তিনিই প্যানেল চেয়ারম্যান। হান্নান কে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ। ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বর মাসুদা বেগম বলেন, ১৩ মে বীজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে গিয়ে জানতে পারলাম হান্নান প্যানেল চেয়ারম্যান। এর আগে জানতাম বাবু প্যানেল চেয়ারম্যান। ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, বাবু ছিলো। এখন হান্নান। রেজুলেশনের মাধ্যমে হান্নানকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। সেটি এমপি সাহেব অনুমোদন দিয়েছেন। এর বেশি মোবাইলে বলা সম্ভব না বলে এড়িয়ে যান তিনি। এবিষয়ে প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার যখন উন্নয়নের আগ্রযাত্রায়। ঠিক তখনই ১৩নং লাবসা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ৪৯ লক্ষ ৪৪ হাজার ৬শত ১১টাকা আত্মসাত করে। এঘটনায় বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসেবে চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করি এবং সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি দুদকে তদন্তাধীন রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে দুর্নীতিবাজ চেয়ারম্যান আব্দুল আলিম অবৈধভাবে হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। যা সংবিধান অনুযায়ী অবৈধ ও নিয়ম বহিূর্ভত। এবিষয়ে কোন ইউপি সদস্য চেয়ারম্যানকে সমর্থনকে করেনি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।