সাতক্ষীরা

সাতক্ষীরায় ৩০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী

By daily satkhira

May 14, 2018

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ৩০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা রোভারের ব্যবস্থাপনায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটে ১০ থেকে ১৪ মে ৫ দিনব্যাপী কোর্স সোমবার বিকালে সার্টিফিকেট প্রদানের মধ্যদিয়ে শেষ হয়। এর আগে রবিবার রাতে কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। কোর্স লিডার সৈয়দ আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহাতাবু জলসা উপভোগ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খান। কোর্সের প্রশিক্ষক ছিলেন প্রফেসর কবির আহম্মেদ আকন্দ, এ এস এম আব্দুর রশীদ, এস এম আসাদুজ্জামান, মোঃ ইয়াছিন আলী, মোঃ ইমদাদুল হক, মোঃ জাহিদ হাসান, অংকর কুমার মন্ডল, ফাতেমাতুজ জোহরা, তৃপ্তি রানী। কোর্সে মোট ৪২ জন প্রশিক্ষক অংশ গ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রোভার স্কাউট সারা বিশ্ব ব্যাপী একটি সেবা মুলক সংগঠন। রোভার স্কাউট করার মাধ্যমে নিজেকে সহজে জানা যায়। প্রতিকুল প্ররিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শেখা যায়। বর্তমানে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটসের দল আছে। আর যে সকল প্রতিষ্ঠানে রোভার স্কাউটসের দল নেই তাদের প্রতিষ্ঠানে ফিরে যেয়ে দল খোলার আহবান জানান তিনি।