নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ভিশন ২০২১ বাস্তবায়নে সারা দেশে আউট সোর্সিং এর আইকন আউট সোর্সিং লিমিটেড ঢাকার সার্বিক তত্বাবধায়নে প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় ১৮ নভেম্বর থেকে ৩দিন ব্যাপি আউট সোর্সিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের পলাশপোল এলাকায় শনিবার সকালে প্রশিক্ষণের ২য় দিনে সভাপতিত্ব করেন, আইকন আউট সোর্সিং লিমিটেড ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল ফয়সাল। প্রধান অতিথি ছিলেন, প্রশিক্ষক এস. এম রিশাদ। বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা মেমোরিয়াল ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ইন্সট্রাক্টর আসাদুর রহমান আসাদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাতক্ষীরা প্রতিনিধি মীর শরীফ হাসান নাসের। প্রশিক্ষণে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব সমাজ কর্মদক্ষ হিসেবে গড়ে উঠবে। ঘরে বসেই তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এছাড়া সার্ভে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনসহ ১০ প্রকার কাজের সম্পূর্ণ প্রশিক্ষণের জ্ঞান অর্জন করবে তারা।