স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরেই ইনজুরিতে আক্রান্ত নেইমার। এখনো অনুশীলনটাই ঠিকমতো শুরু করতে পারেননি। তবে বিশ্বকাপের প্রশ্ন এলে নেইমারকে তো দলে রাখতেই হবে। ব্রাজিলিয়ান কোচ তিতেও কোন ভুল করেননি। দলের সেরা তারকাকে রেখেই চূড়ান্ত দল ঘোষণা করেছেন। গতকাল তিতের ঘোষিত দলে স্থান পেয়েছেন সম্ভাব্য সবাই।
রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলন করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চূড়ান্ত দলের নাম ঘোষণা করেন তিতে। ২৩ সদস্যের এই দলে নেইমার ছাড়াও স্থান পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, ডগলাস কস্তা এবং তাইসন। আক্রমণ ভাগটা এরাই সামলাবেন বিশ্বকাপে। নেইমার গত ফেব্রুয়ারিতে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর তার অপারেশন হয়েছে ব্রাজিলে। তবে বিশ্বকাপে নেইমারের উপস্থিত থাকা নিয়ে কোন সংশয় ছিল না কোচ তিতের। সেই হিসেবেই তিনি নাম ঘোষণা করেছেন। অবশ্য ব্রাজিলিয়ান এই তারকাকে বিশ্বকাপে পূর্ণ ফর্মে ফিরতে হলে অনেক পরিশ্রমই করতে হবে। নেইমার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বর্তমানে।
এদিকে নেইমারদের সাপ্লাই লাইন হিসেবে দায়িত্ব পালন করতে মিডফিল্ডার কাসেমিরো, কটিনহো, পলিনহো এবং উইলিয়ানদের পাশে স্থান পেয়েছেন ফার্নান্দিনহো, ফ্রেড এবং রেনাতো অগাস্তুও। ডিফেন্স সামলানোর দায়িত্ব পড়েছে রিয়াল তারকা মার্সেলোর উপর। তার সঙ্গে থাকছেন ফিলিপ লুইস, ফগনার, মিরান্ডারা। তবে ৩৫ বছর বয়সী দানি আলভেজ নেই দলে। ইনজুরির কারণে আগেই তিনি ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।
গোলরক্ষক: অ্যালিসন, স্যাসিও, এডারসন মোরায়েস। ডিফেন্ডার: ড্যানিলো, ফগনার, ফিলিপ লুইস, পেড্রো জেরোমেল, মার্সেলো, মারকুইনহস, হুয়াও মিরান্ডা ও থিয়াগো সিলভা। মিডফিল্ডার: কাসেমিরো, ফিলিপ কটিনহো, ফার্নান্দিনহো, ফ্রেড, পলিনহো, রেনাতো অগাস্তু ও উইলিয়ান। স্ট্রাইকার: নেইমার, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস ও তাইসন।