গত ১৪ মে সাতক্ষীরার বিভিন্ন সংবাদ মাধ্যমে “জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা, মিথ্যা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলে ব্যবস্থা গ্রহণ” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে সংবাদের একটি অংশে “অপ্রয়োজনে অহেতুক যত্রতত্র মানববন্ধন ও সংবাদ সম্মেলন বন্ধ প্রসঙ্গে ব্যবস্থা গ্রহণ” এর কথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিকরা মনে করে এ ধরনের বক্তব্য ব্যক্তি স্বার্থসিদ্ধি এবং দুর্নীতিবাজদের আরো উৎসাহী করবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যহত হবে। সাধারণ মানুষের কথা বলার মৌলিক অধিকারের সুযোগ সংকুচিত হবে। সর্বপরি স্বাধীন সংবাদিকতা ও সংবাদ মাধ্যম এবং জনগণের কন্ঠ রোধ করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা আরও মনে করি, জেলার এমন একটি গুরুত্বপূর্ণ সভায় এ ধরনের বক্তব্য ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই না। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের কোন বক্তব্য কমিটির সভায় রেজুলেশনভূক্ত করা হলে তা বাতিল করে সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি