সাতক্ষীরা

সাতক্ষীরায় চলছে বাসযোগে কম্পিউটার প্রশিক্ষণ

By daily satkhira

May 15, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. গার্লস হাইস্কুলে শুরু হয়েছে বাসযোগে কম্পিউটার প্রশিক্ষণ। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। স্কুলের নবম শ্রেণির ২৩ জন ও দশম শ্রেণির ২৩ জন মোট ৪৬জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দিচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়। দুদিনব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়েছে আজ ১৫ মে ২০১৮, মঙ্গলবার সকাল ১০টায়। প্রশিক্ষণ শেষ হবে ১৬ মে ২০১৮। স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের প্রোজেক্ট কো-অর্ডিনেটর আশিকুর রহমান দিপু, স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, নজিবুল ইসলাম, গীতা রাণী সাহা, ভানুবতী সরকার, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, এসএমসি সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদার প্রমুখ। সাতক্ষীরায় তিনটি স্কুলে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর আগে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে সফলভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানান প্রশিক্ষক আশিকুর রহমান দিপু।