প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় পবিত্র মাহে রমাযানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা জেলা শাখার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজ্জাক পার্কে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন,‘পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্ম শুদ্ধির মাস। এ মাসে প্রতিটি মুসলমানকে ত্যাগের মহান দৃষ্টান্ত উপস্থাপন করে অধিক দান সাদকা করতে হবে। কুরআন নাযিলের মাসে পবিত্র কুরআনের সাথে সর্বাধিক সম্পর্ক স্থাপন করতে হবে। যাবতীয় অন্যয় অপকর্ম পরিহার করে সর্বাধিক আল্লাহ ভীতি অর্জন করতে হবে। রমজানে নিত্য পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা, ভেজাল মুক্ত রাখা, হোটেল রেস্তোরায় পর্দা দেওয়া, সিনেমা হল বন্ধ রাখা, অশ্লীল পোষ্টার না টাঙ্গানো, রাস্তা-ঘাটে প্রকাশ্যে ধুমপান বন্ধ রাখাসহ পরম ধয্য ও সহিষ্ণুতার মাধ্যমে সর্বোচ্চ ইবাদত বন্দেগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আলহাজ্ব মাও. আলতাফ হোসেন, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাও. শহীদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক আলহাজ্ব শাহিনুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাও. মহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল খালেক, সেক্রেটারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জজকোর্টের এডিশনার পিপি এড. জিল্লুর রহমান-২, বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের সহ-সভাপতি মাওঃ আসাদুল্লাহ বিন মুসলিম, সেক্রেটারী মাও. মোজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও: দেলোয়ার হোসেন, সোনামণি সংগঠনের সাতক্ষীরা জেলার পরিচালক মাও. আব্দুল্লাহ জাহাঙ্গীর ও মাও. গোলাম সরোয়ার প্রমুখ।