সাতক্ষীরা

সাতক্ষীরায় আমের আলাদা বাজার না থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট

By daily satkhira

May 15, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের আমের বাজার অন্যত্র সরানোর দাবি উপেক্ষিত হওয়ায় যানজটের কারণে ক্রেতা বিক্রেতাসহ পথচারীরা পড়েছে চরম বিপাকে। অথচ সাতক্ষীরা জেলা প্রশাসক এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভূগছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাতক্ষীরা শহরের সুলতান পুরস্থ কাঁচা মালের আড়ৎ গুলোতে প্রতি বছরের ন্যায় এবারে ও আম বিক্রি হচ্ছে। ২৫ বৈশাখ অর্থাৎ ৮ মে থেকে আম বিক্রি শুরু হয়। প্রতিদিন হাজার হাজার মন গোবিন্দ ভোগ আম সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিকআপ, ইঞ্জিন ভ্যান ও ব্যাটারী চালিত ভ্যানে বাজারে আসা আমগুলো রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা হয়। ডে নাইট কলেজের সামনে থেকে এই লাইন শুরু হয়ে কাঁচা মালের বাজারের মাঝ পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে করে তীব্র যান যটের সৃষ্টিত হয়। ফলে সকাল ৯টার পরে ওই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হাটা মানুষ ও চলাচল করতে পারেনা। এতে করে তরি-তরকারি কিনতে আসা লোকজনদের দারুন সমস্যার মধ্যে পড়তে হয়। আবার ও জ্যৈষ্ঠ বা ১৯ মে থেকে হিম সাগরসহ অন্যান্য আম বিক্রির মৌসুম শুরু হচ্ছে। তখন এই সমস্যা মারাত্মক আকার ধারন করবে। অথচ প্রশাসনের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। সাতক্ষীরা পৌর মেয়রের সাথে কথা বললে তিনি বলেন, এ ব্যাপারে আমার কিছু করার নেই। অন্যদিকে সাতক্ষীরা জেলা প্রশাসককে জানালে তিনি ব্যাপারটি এড়িয়ে যান। এ কারণে প্রতিদিন হাজার হাজার লোক বা শত শত যান বাহন চলাচলের অতীব গুরুত্বপূর্ণ এ বিষয়টি হচ্ছে উপেক্ষিত। অথচ উক্ত আমের বাজারটি অন্যত্র স্থানান্তর করলেই ব্যাপারটির সমাধান হতে পারে বলে ভূক্তভোগী মহলের ধারনা।