প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া ছালাফিয়াহ কমপ্লেক্সে অডিটোরিয়ামে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা সাংগঠনিক সম্পাদক জেলার উদ্যোগে সকাল ৯টায় জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ২০১৮ সালের এস এস সি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আহলে হাদীছ আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আ: সামাদ, আন্দোলনের জেলা সভাপতি মাও: আব্দুল মান্নান, যুব সংঘের জেলা সহ-সভাপতি আসাদুল্লাহ বিন মুসলিম, সাধারণ সম্পাদক মুজাহিদর রহমান, দেলোয়ার হোসেন, নাজমুল আহসান, শফিউল্লাহ আরাফাত, আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃতি শিক্ষার্থীবৃন্দ জীবনের এ গুরুত্বপূর্ণ সোপানে তোমরা আজ অত্যান্ত সফলতার স্বাক্ষর রেখে সর্বোচ্চ ফলাফল লাভে সমার্থ হয়েছো। তোমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিক্ষা জীবনের প্রতিটি স্তরে এর ধারাবাহিকতার বজায় রাখতে হবে। আদর্শহীন শিক্ষার মাধ্যমে কখনো মানবতার কল্যাণ সাধিত হয় না। ধর্মীয় চেতনা ছাড়া কখনো আদর্শবান হওয়া যায় না। আল্লাহ প্রেরিত বিধানের কাছে আত্ম সমার্পন তোমাদের কে জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করবে। বিধায় প্রচলিত সংঘাত, দলাদলী ও বিভেদ যেন তোমাদের শিক্ষাজীবনকে ধ্বংস না করে। ছাত্রদের সর্বদা জ্ঞান চর্চা ও দলমত নির্বিশেষে মানুষের সেবায় নিজে দেরকে উৎসর্গ করার আহ্বান জানান।