লাইফস্টাইল

বিউটি প্রডাক্ট ভালো রাখতে ফ্রিজে রাখুন !

By Daily Satkhira

May 16, 2018

আপনি কি সাজুগুজু করতে ভালোবাসেন। বিভিন্ন ধরনের মেকআপ প্রডাক্ট কেনার শখ রয়েছে আপনার। অথচ প্রায়ই খারাপ হয়ে যায় প্রডাক্টগুলো। তাহলে জেনে রাখুন কিছু কিছু বিউটি প্রডাক্ট ভাল রাখতে হলে আপনাকে তা ফ্রিজে রাখতেই হবে।

লিপস্টিক: যদি লিপস্টিক বেশি দিন ভাল রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখুন। লিপস্টিকের মধ্যে থাকা কেমিক্যাল কিছুদিন পরেই নষ্ট হতে শুরু করে। ফলে লিপস্টিক শুকিয়ে যায়। লাগাতে গেলেই ভেঙে যায়। তাই ফ্রিজে রেখে লিপস্টিক ঠান্ডা করে রাখুন।

নেল পলিশ: সূর্যের আলো লাগলে নেল পলিশ জমে যায়। গরমে নেল পলিশের রংও বদলে যায়। ফ্রিজে রাখলে নেল পলিশ যেমন তরল থাকে, তেমনই আসল রংও বজায় থাকে।

লিক্যুইড মেকআপ: যেকোনও তরল প্রডাক্ট একবার সিল খুলে ব্যবহার করতে শুরু করলেই শুকিয়ে যেতে থাকে। তাই যেকোনও লিক্যুইড প্রডাক্ট যেমন ফাউন্ডেশন, আইলাইনার বা মাস্কারা সবসময় ফ্রিজে রাখুন।

আই ক্রিম বা জেল: ফ্রিজে রাখলে যেমন বেশিদিন চলে, তেমনই এইসব প্রডাক্ট কাজও ভাল করে। ঠান্ডা আই জেল চোখের কোলে লাগালে ক্লান্তি দূর হয়ে ফ্রেশ লাগে।

সানস্ক্রিন: ব্যবহার করার সঙ্গে সঙ্গে সানস্ক্রিন ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঘরের তাপমাত্রায় সানস্ক্রিনের এসপিএফ মাত্রা নষ্ট হয়ে যায়। ফলে সানস্ক্রিন লাগালেও তা আর রোদ থেকে বাঁচানোর কাজ করবে না।

পারফিউম: পারফিউম এমনই এক বিউটি প্রডাক্ট যা অবশ্যই ফ্রিজে রাখুন। সূর্যের আলোয় পারফিউমের মধ্যে থাকা রাসায়নিকের গঠন নষ্ট হয়ে যায় এবং সুগন্ধ চলে যায়। দামি পারফিউমের গন্ধই যদি চলে যায় তাহলে আর বাকি কী থাকল?