আন্তর্জাতিক

ট্রাম্প-কিম বৈঠক বাতিলের হুমকি উত্তর কোরিয়ার

By Daily Satkhira

May 16, 2018

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দিলে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহুপ্রতিক্ষিত বৈঠকটি আগামী ১২ জুন সিঙ্গাপুরে হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় উত্তর কোরিয়া। এ কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে বুধবার নিজেদের প্রত্যাহার করে নেয় দেশটি।

উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম কাই গুয়ান বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দিলে বৈঠকের বিষয়ে আমাদের আর কোনো আগ্রহ থাকবে না। সেক্ষেত্রে আসন্ন ডিপিআরকে-ইউএস শীর্ষ সম্মেলন আমরা অংশগ্রহণ করব কি না তা পুনর্বিবেচনা করে দেখতে হবে।

ডিপিআরকে বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম।