সাতক্ষীরা

মাদক বিরোধী আলোচনা ও লিফলেট বিতরণ

By daily satkhira

May 16, 2018

প্রেস বিজ্ঞপ্তি : একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ঠ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী গণসচেতনতার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা। মাদকদ্রব্য। নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার দুপুরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার। স্কুলের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য সেলিম রেজা, শিক্ষার্থী জাকিয়া সুলতানা, সুমাইয়া পারভীন আশা, সুমাইয়া সুলতানা আঁখিসহ প্রমুখ। অনুষ্ঠানে সর্বনাশা মাদকের কুফল তুলে ধরে বক্তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।