সাতক্ষীরা

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষা সেরা শিল্পীদের সম্মাননা ২০১৮ প্রদান

By daily satkhira

May 16, 2018

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষা সেরা শিল্পীদের সম্মাননা ২০১৮ প্রদান হয়েছে। বন্ধুন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রযোজনায় ও বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মুছা করিমের পরিচালনায় নির্মিত নাটক গুলোর মধ্যে বিগত ২০১৭-১৮ বছরের সেরা শিল্পীদের পদক প্রদান করা হয়। ১১ মে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নড়াইল ও যশোর জেলার তথ্য অফিসার জাহারুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক মনিরুল ইসলাম(সুজন), বেতার ও টিভি নাট্য পরিচালন শ্যামল অধিকারী, চলচ্চিত্র শিল্পী জাহাতাপ প্রমুখ। বর্ষসেরা নায়ক অসীম, নাটক ব্যর্থ। বর্ষসেরা নায়িকা সোহানা আক্তার পাখি নাটক কাল রাতের কালী। বর্ষসেরা পার্শ্ব অভিনেতা মোঃ মনির হোসেন, নাটক ব্যর্থ। বর্ষসেরা পার্শ্ব অভিনেত্রী ছন্দা রানী মন্ডল নাটক ফিরে এসো। বর্ষসেরা খলনায়ক খালেদুর রহমান (বাচ্চু) নাটক ফিরে এসো। বর্ষসেরা শিশু শিল্পী ফরহাদ, নাটক জাগো জনতা জাগো, বর্ষসেরা কমিয়িান তরুন কান্তি সরকার, নাটক ক্ষত হৃদয়, সেরা কাহিনীকার মোঃ মুছা করিম নাটক ব্যর্থ। এছাড়া নাটকে গুরুত্বপূর্ণ অভিনয় ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। তারা হচ্ছে আরিফুজ্জামান আপন, নাটক ফিরে এসো, রাম প্রসাদ রাকেশ, নাটক করুন পরিণতি, জলি নাটক ক্ষত হৃদয়, রাকেশ দেবনাথ, নাটক ফিরে এসো, এস.এম জীবন নাটক ভিন্ন দৃষ্টি, রাইসুল হক নাটক ব্যর্থ। এছাড়া বর্ষসেরা গুনিশিল্পীর পদক পান নজরুল ইসলাম ভাস্কর নাটক ফিরে এসো। প্রেস বিজ্ঞপ্তি