ফিচার

সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ বিজ্ঞান শাখায় মাত্র ১৩ % পাশ

By daily satkhira

May 16, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় বিজ্ঞান শাখায় চরম ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কলেজ সূত্রে জানাগেছে, ২০১৮ সালে সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান শাখায় মোট শিক্ষার্থী ৪৬১জন। এদের মধ্যে মাত্র ৬০ জন পাশ করেছে !পাশ করেছে মাত্র ১৩ % শিক্ষার্থী! সাতক্ষীরা সরকারি কলেজ জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে মেধাবীরা ভর্তি হয়। শিক্ষার্থীদের অধিকাংশই এ প্লাস বা এ গ্রেডে এসএসি পাশ। অথচ তাদের এতবড় ফল বিপর্যয়ে অভিভাবকসহ সচেতন মহলকে ভাব‌িয়ে তুলেছে। এবিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সুদেব কুমার বিশ্বাস বলেন, এটা ফল বিপর্যয় বলা যাবে না। এটাতো ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উঠবে। পরবর্তীতে আবারো পরীক্ষা নিয়ে ঠিক করা যাবে।