শ্যামনগর

শ্যামনগরে যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

By daily satkhira

November 19, 2016

শ্যামনগর প্রতিনিধি: ১৯৭১ সালে ১৯ নভেম্বর সাতক্ষীরা জেলার শ্যামনগর সর্ব প্রথম পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়। সেখান থেকে ১৯ নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালন করা হয়। দিবসটি যথাযথ ভাবে পালন করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নানান কর্মসূচী গ্রহণ করেন। সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভ চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম। বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলন সহ দলীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, সকল সরকারি কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।