শিক্ষা

দশ হাজার সরকারি বই জব্দ, প্রধান শিক্ষকের কারাদণ্ড

By Daily Satkhira

May 17, 2018

শিক্ষা ডেস্ক: বিনামূল্যে বিতরণযোগ্য সরকারি বই বিক্রির অপরাধে রাজধানীর খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্য ৭টা পর্য‌ন্ত খিলগাঁও গোড়ানের ওই স্কুলে অভিযান পরিচালনা করে র‌্যাব-৩।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, ‘খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে সরকারি বই বিতরণ না করে তাদের কাছে বই বিক্রয় করা হচ্ছিল। সেই অপরাধের দায়ে এই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আছে ২৯২ জন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৩ হাজার ৫৬০ জন শিক্ষার্থী দেখিয়ে বিপুল পরিমানে বই তুলেছেন। অভিযান পরিচালনা করে আমরা ওই বিদ্যালয় থেকে দশ হাজার সরকারি বই জব্দ করেছি।’