শ্যামনগর

নুরনগরে বিদ্যুৎ স্পৃষ্টে পরিষদের ইউ ডি সি পরিচালক আহত

By daily satkhira

May 17, 2018

পলাশ দেবনাথ নুরনগর: বৃহস্পতিবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়েছে। সে নুরনগর ইউনিয়নের কাটাখালী গ্রামের রব্বানী গাজীর বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় নুরনগর পুরাতন মাছের সেট সংলগ্ন আজিজ মার্কেটের নিচ তলায় রাশেদের নিজের প্রতিষ্ঠান সকাল বস্ত্রালয়ে প্রতি দিনের ন্যায় দোকান খোলেন তিনি। ঘটনার আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় ৩য় তলা ভবনের ছাদে পানি জমে থাকায়, দোকানের সামনে ছাদ থেকে পাইপ দিয়ে পানি পড়তে থাকে এসময় সে ৩য় তলার ছাদে উঠে পাইপের ভিতর লাঠি দিয়ে পরিস্কার করতে গিয়ে ভবনের গা ঘেসে থাকা বিদ্যুতের মেইন লাইনে স্পৃষ্টে মারাত্বক ভাবে ঝলসে যায়। প্রত্যাক্ষদর্শীরা জানায় ছাদে পানি জমার কারনে শেওলা জমে জুতা পিছলে বিদ্যুতের তারের উপরে মাথা লেগে ছিটকে পড়ে যায় সে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লি চিকিৎসক আয়ুব আলীর চেম্বারে নিয়ে যায় এবং পরে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনাস্থ গাজী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ রির্পোট লেখা পর্যন্ত তার স্বজনরা জানায় রাশেদ খুলনা গাজী মেডিকেলে ভর্তি আছে এবং তার শারীরিক অবস্থ’ার উন্নতি হয়েছে।