আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বর্বরতা তদন্তে ভোট করেছে জাতিসংঘ

By Daily Satkhira

May 18, 2018

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বর্বরতার ব্যাপারে সুষ্ঠু তদন্তের জন্য একটি দল পাঠানোর ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ভোট করেছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তকারীদল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করবেন।

তদন্তের জন্য স্বাধীন ও আন্তর্জাতিক কমিশন গঠনের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার শুক্রবারের ওই ভোটে ২৯ সদস্য অংশ নেয়।

তাতে দু’জন সদস্য বিরোধিতা করেছে এবং ১৪ সদস্য ভোট প্রদান থেকে বিরত থেকেছে। জানা গেছে, ৩০ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর সহিংসতা ও নির্যাতনের যাবতীয় অভিযোগ তদন্ত করবেন তদন্তদলের সদস্যরা।

এর আগে শুক্রবার সকালেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান জেইদ রাদ আল হুসেইন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।

গত সোমবার ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হন। গত ৩০ মার্চের পর থেকে চলা বিক্ষোভে এখন পর্যন্ত একশ ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। এছাড়া ১২ হাজারের বেশি ফিলিস্তিনি অাহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তিন হাজার পাঁচশ ফিলিস্তিনি।