আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে চীনের বোমারু বিমান মোতায়েন!

By Daily Satkhira

May 20, 2018

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে বোমারু বিমান মোতায়েন করেছে চীন। এই বিমানগুলো পরমাণু বোমা বহনে সক্ষম। সামরিক মহড়ার অংশ হিসেবে এই বোমারু বিমানগুলো মোতায়েন করা হয়েছে।

চীনা বিমানবাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শনিবার এইচ৬-কে মডেলের বিমানসহ কয়েকটি বোমারু বিমান দ্বীপগুলোর বিমানঘাঁটিতে অবতরণ করে। শুধু তাই নয়, পরমাণু বোমা বহনে সক্ষম বিমানগুলো সাগরে সামরিক মহড়া চালায়।

চীনা বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পিপলস লিবারেশন আর্মি এইচ৬-কে এর কয়েকটি বোমারু বিমান মহড়ার জন্য দ্বীপে অবতরণ করেছে। এইচ৬-কে পাইলটরা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। পশ্চিম প্রশান্ত সাগর ও দক্ষিণ চীন সাগর নিয়ে লড়াইয়ের কারণেই এই প্রশিক্ষণ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি এবং সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে চীন। এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে চীন। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি এই অঞ্চল আন্তর্জাতিক সীমারেখার অন্তর্ভুক্ত।