সাতক্ষীরা

জেলার মাসিক সমন্বয় সভা

By daily satkhira

November 20, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.এস.এম শাহেদুর রহিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, এনডিসি মো. আবু সাঈদ,পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর প্রমুখ। সমন্বয় সভায় সাতক্ষীরার প্রাণ সায়ের খাল পরিস্কার, প্রাণ সায়ের খালের দু’ধারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের দু’ধারে অবস্থিত ডাষ্টবিন অপসারণ, জঙ্গী ও নাশকতা দমন বিষয়ে, নিন্মমানের ঔষধ বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপসহ গৃহীত সিদ্ধান্ত সমুহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া ও আগামী ১০ ডিসেম্বর জেলার ৭শ’ ১টি স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদ এবং জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানান হয়।