আশাশুনি

আশাশুনির কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন

By Daily Satkhira

May 20, 2018

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নসহ বুধহাটার ইউনিয়নের আংশিক গত দু’দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে এলাকার বিদ্যুৎ গ্রাহকরা চরম বিপত্তিতে রয়েছেন। শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ঐসব এলাকার বিদ্যুৎ লাইনের খুঁটি উপড়ে, গাছ পড়ে এবং ফিউজ উঠে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। কুল্যা দরগাহরপুর সড়কে ১১০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন লাইনের ৩টি খুটি উপড়ে মৎস্য ঘেরের মধ্যে পড়ে আছে। কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে ৪৪০ ভোল্টেজ লাইনের ৩টি খুঁটি উপড়ে গেছে এবং আশাশুনি সাতক্ষীরা সড়কের কুলতিয়া এলাকার ২টি খুঁটি উপড়ে গেছে। এছাড়া বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে ফিউজ উঠে যাওয়ার ফলে শুক্রবার দুপুর থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত ঐসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার বুধহাটা ইউনিযনের নৈকাটি গ্রামের একাধিক ব্যক্তির অভিযোগ ঝড়ের কারনে সব এলাকায় কমবেশি সমস্যা হওয়া স্বাভাবিক তবে কিছু দিন থেকে দেখা যাচ্ছে নৈকাটি এলাকায় ঝড়ের কারনে ফিউজ উঠে গেলেও দুই দিন পরে সেটা ঠিক করা হচ্ছে। এটা পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের গাভিলতি ছাড়া আর কিছু হতে পারে না। এছাড়া উপজেলার সকল ইউনিয়নে কমবেশী বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে পারলেও উক্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।