নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সোলার প্যানেল তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন প্রমুখ। সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কাছে আমরা ঋণী। তাদের জন্য আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি কথা বলার অধিকার। সুতরাং তাদের জন্য সামান্য কিছু করতে পারলে ভালো লাগে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আমি তাদের কাছে পৌছে দিয়েছি মাত্র। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকতে। বাংলাদেশের উন্নয়নের স্রোত বইতে থাকবে। এক সময় জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিলো না। কিন্তু জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।