নিজস্ব প্রতিবেদক : পূর্বশত্র“তার জের ধরে স্বামী স্ত্রী কে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে চোরাকারবারি খালেক ওরফে খাটাল খালেকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহত স্বামী তলুইগাছা গ্রামের জের আলীর ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী জায়েদা খাতুন। সিরাজুল ইসলাম জানান, পূর্ব শত্র“তার জের ধরে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে তলুইগাছা উত্তরপাড়া এলাকায় পৌছানোর মাত্রই একই এলাকার মৃত. জব্বারের ছেলে চোরাকারবারি খালেক ওরফে খাটাল খালেক, ফায়িদুর ঢালীর ছেলে কামরুল আমার উপর হামলা করে মারপিট করতে থাকে। এসময় তারা মারতে মারতে আমার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে খালেক, কামরুল ও তার ছেলে রিপন আমার স্ত্রীকে দেখা মাত্রই লোহার রড়, লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারপিট শুরু করে। এতে আমার স্ত্রীর বাম হাত ও বাম পায়ের হাড় ভেঙে যায়। এছাড়া তারা আমার স্ত্রীর মাথার চুল কেটে নেয়। আমরা ডাক চিৎকার দিলেও খালেক গংদের ভয়ে কেউ আমাদের উদ্ধার করতে আসেনি। তারা মারপিট করে চলে যাওয়ার পর স্থানীদের সহযোগিতা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হই। কান্না জড়িত কণ্ঠে সিরাজুলের স্ত্রী জায়েদা খাতুন বলেন, খালেক চোরাকারবারি ও খাটাল চালিয়ে বর্তমানে লক্ষ লক্ষ টাকার মালিক বনেগেছে। যে কারণে সে আর কাউকে মানুষ মনে করেন না। পুলিশ কে ভুল বুঝিয়ে ইচ্ছামত আটক করানো, ছাড়ানোসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কিন্তু সে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা প্রতিবাদ করতে গিয়ে তার হাতে মারপিটের শিকার হয়েছি। অন্যায় ভাবে মারপিট করায় চোরাকারবারি খালেক ওরফে খাটাল খালেকের শাস্তি দাবি করেন ওই আহত দম্পতি। এবিষয়ে খালেকের ব্যবহৃত নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভ না করা তা সম্ভব হয়নি।