নিজস্ব প্রতিবেদক: আশাশুনি প্রতাপনগরে বস্তায় ভরা ৮৪ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, রবিবার সন্ধ্যায় তিনি স্থানীয় আ. লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ রহমত আলী ও আব্দুস সালামের সহযোগিতায় ৮৪ পিচ ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় হিজলিয়া খেয়াঘাট থেকে উদ্ধার করেন। পরে। আশাশুনি থানায় খবর দিলে এস আই প্রদীপ কুমার সানা ও এ এস আই মো: কামরুল হাসান সেখানে উপস্থিত হন। এবং তাদের কাছে পরিত্যক্ত ফেন্সিডিল হস্তান্তর করা হয়। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় সড়ক পথে শ্যামনগর থেকে ঘোলা-ত্রিমোহনী হয়ে একটি চক্র এক বস্তা ফেনসিডিলসহ খেয়াপার হয়ে যাচ্ছিল। এমন গোপন খবর পেয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে খবর দেয়। তিনি তৎক্ষণাৎ স্থানীয় আ’লীগ ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে মাদক চোরাকারবারীদের ধাওয়া দিলে ফেনসিডিলের বস্তা রেখে তারা পালিয়ে যায়।