খুলনা

পাইকগাছায় পিতা পুত্র গ্রেফতার

By daily satkhira

November 20, 2016

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা নারী ও শিশু নির্যাতন মামলায় পুলিশ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর গ্রামের। গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত রম্বেল শেখের পুত্র আরাফাত শেখ ও তার পুত্র আছাদুল শেখ। থানায় মামলা নং- ১০।  মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধামরাইল গ্রামের মিনারুল ইসলামের স্বামী পরিত্যাক্তা কন্যা মিনারা খাতুনের সহিত বিষ্ণুপুর গ্রামের আরাফাত শেখের পুত্র আছাদুলের প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ ২ বছর ধরে তাদের প্রেম অন্তরঙ্গ প্রেমে রূপ নেয়। ফলে মিনারা খাতুন অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে এবং ৪ মাস পূর্বে এক কন্যা সন্তানের জন্ম দেয়। প্রথম থেকে মিনারা আছাদুলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে বিভিন্ন ধরণের তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আছাদুল গোপনে গত ৯ নভেম্বর আশাশুনি থানার শ্রীধরপুর গ্রামের আনিছুর রহমানের কন্যাকে বিয়ে করে। এ ঘটনা জানতে পেরে মিনারা খাতুন বিয়ের প্রলোভন, সন্তানের দ্বায়ভার ও ধর্ষণের অভিযোগ তুলে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসাদুলসহ ৩ জনের নামে মামলা দায়ের করে। যার নং- ১০। ওসি (তদন্ত) জাবিদ হাসান রবিবার সকালে অভিযান চালিয়ে আছাদুল ও তার পিতা আরাফাতকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।