আন্তর্জাতিক

বিতর্কিত অরুণাচলে খনির খোঁজ, মুখোমুখি ভারত-চীন!

By Daily Satkhira

May 21, 2018

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে আবারও মুখোমুখি অবস্থানে ভারত-চীন। সম্প্রতি ভারতের অরুণাচল সীমান্তবর্তী এলাকায় বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে চীন এই অঞ্চলে নিজেদের অংশে খননকাজ শুরু করেছে।

প্রসঙ্গ, চীন অরুণাচলকে দীর্ঘ দিন ধরেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন চীনের হুনজে কাউন্টিতে খননকাজ শুরু করেছে বেইজিং।

জানা গেছে, সেখানে সোনা, রুপাসহ মূল্যবান খনিজের যে বিশাল খনির খোঁজ পাওয়া গেছে তার আনুমানিক মূল্য ৬০০ কোটি মার্কিন ডলার। এ কারণে চীন ও ভারতের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, প্রাকৃতিক সম্পদ ভরপুর এই অঞ্চল দক্ষিণ তিব্বতের দাবিকে আরো সুদৃঢ় করবে। খনিজ উত্তোলনের পাশাপাশি সীমান্তে ব্যাপক নির্মান কাজ অরুণাচলকে আরেকটা দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক সংঘাতের মতো অবস্থায় নিয়ে যেতে পারে।