শ্যামনগর

নওয়াবেঁকীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

By daily satkhira

November 20, 2016

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষায়িত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সমৃদ্ধি কর্মসূচির ও বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচএম মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল  প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবারের ক্যাম্পে রোগিদের সাড়া ছিল চোখে পড়ার মতো। ক্যাম্পটি চলাকালীন সময়ে ১০০০ নারী পুরুষ রোগীকে বিনামূল্যে চোখের  চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৭৫ জন রোগিকে ছানি অপারেশনের জন্য তালিকা ভুক্ত করা হয়। ছানি অপারেশনের জন্য খুলনা শিরোমনি হাসপাতালে  লেন্স সংযোজনের পরে আবার ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হবে। এ ধরনের সেবা মূলক কাজের জন্য আগত রোগীরা এনজিএফ ও পিকেএসএফকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এই ধারা অব্যহত রাখার জন্য আহবান জানান।