নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের রাজনগরে বেতনা নদীর উপর নির্মানাধীন ব্রীজ পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সোমবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্রীজ পরিদর্শনে যান। লাবসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর আসাদুজ্জামানের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম লাবসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, আলতু, গাউস আলী, মুকুল প্রমুখ। এর আগে রাজনগর জামে মসজিদে যোহরের নামাজ শেষে মুসুল্লীদের নিয়ে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওঃ হাবিবুর রহমান। এসময় বক্তারা বলেন, রাজনগর বাসির দীর্ঘদিনের স্বপ্ন ছিলো এই ব্রীজটি। কিন্তু স্বাধীনতার পরে বিএনপির জামায়াত একাধিকবার ক্ষমতায় থেকেও ব্রীজটির কাজ করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে রাজনগরবাসির এ চাওয়া পূরণ করেছে। অবিলম্বে এ অঞ্চলের রাস্তার কাজও শুরু হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদ্যাত্ত আহ্বান জানান বক্তারা।