সাতক্ষীরা

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে জখম

By daily satkhira

May 21, 2018

নিজস্ব প্রতিবেদক : জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ২০ মে’১৮ দুপুর ১টার দিকে শহরতলীর ঘুড্ডেরডাঙ্গী ঈদগাহের পাশে এঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে আলীপুর ঢালীপাড়া এলাকার উজির আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম, আমিনুর রহমানের ছেলে ইমরান সোহাগ ফিরোজ, জাবেদ আলীর স্ত্রী তাহেরুন্নেছা, রবিউল ইসলামের স্ত্রী হোসনেআরা শান্তা, রেজাউল ইসলামের ছেলে এবাদুল ইসলাম, মৃত ইমান আলীর ছেলে রেজাউল ইসলাম, মফিজুল ইসলামের ছেলে নয়ন ও মফিজুল ইসলামদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো ঘুড্ডের এলাকার মৃত নবিস উদ্দীনের ছেলে আনোয়ার হোসেনের সাথে। এর জের ধরে ২০ মে’১৮ উল্লেখিত ব্যক্তিরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবৈধ ভাবে আনোয়ারের বাড়ীতে প্রবেশ করে। এসময় আনোয়ার, তার ভাই মনিরুজ্জামান ও খালাতো বোনকে বেধড়ক মারপিট করতে থাকে। এতে আনোয়ার তার ভাই মনিরুজ্জামান ও খালাতো বোন গুরুত্ব আহত হয়। এসময় উল্লেখিত ব্যক্তিরা প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে এজাহারে প্রকাশ। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু হাসপাতালে গিয়েও উল্লেখিত ব্যক্তিদের লোকজন আহতদের চিকিৎসা সেবা নিয়ে বাধাসৃষ্টি করছে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করছেন বলে দাবি করেছেন আহত আনোয়ার হোসেন। এ ঘটনায় ইতোপূর্বে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে মিসাংসা করা হলেও উল্লেখিত ব্যক্তিরা না মেনে তারা ওই দিন অতর্কিতভাবে আনোয়ারের বাড়িতে সন্ত্রাসী হামলা করে এবং উল্লেখিত উজির মন্ডলের ছেলে রবিউল ইসলাম জামায়াতের অর্থ হিসাবে পরিচিতি। ২০১৩ সালে নাশকতার মামলার আসামী ছিলেন বলেন আনোয়ারের দাবি।