মুন্সিগঞ্জ প্রতিনিধি : ২০ সভেম্বর অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির এবং এবতেদায়ী মাদ্রাসার সমাপনী পরিক্ষার প্রথম দিনে শ্যামনগর উপজেলার বনশ্রী হাইস্কুল কেন্দ্রে ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩৩ জন পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫১০ জন। ৪টি এবতেদায়ী মাদ্রাসার ৫৬ জন পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৩ জন। সর্বমোট ৫৮৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৫৫৩ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল প্রাথমিকে ২৩ এবং এবতেদায়ীতে ১৩জন। সর্বমোট অনুপস্থিত ৩৬ জন। এ প্রসঙ্গে ৬৩ নং হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম. রুহুল আমিন ফিরোজ দুখের সাথে জানান, “শুধু মাত্র তারই প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন ছাত্রী সমাপনী পরিক্ষার আগেই বিবাহ হয়ে গিয়েছে এবং তারা সকলেই মুস্লীম পরিবারের”। কেন্দ্রটিতে খুবই শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারি মাধ্যমিক কর্মকর্তা মিনা হাবিবুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুনির্ম্মল মন্ডল কেন্দ্র সচিব এবং কলবাড়ি সর: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াহিদুল ইসলাম হল সুপারের দায়িত্ব পালন করেন।