সাতক্ষীরা

ব্লুগোল্ড কর্মসূচির আওতায় প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাঠ দিবস

By daily satkhira

May 22, 2018

নিজস্ব প্রতিবেদক : ব্লুগোল্ড কর্মসূচির আওতায় কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চেলারডাঙ্গা মোড়ে দরবাস্তিয়া ও মেল্লেকপাড়া ডিএই ব্লুগোল্ড কৃষক মাঠ স্কুলে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লুগোল্ড প্রোগ্রাম (ডিএই-কম্পোনেন্ট) ও সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, ত্রাণ সম্পাদক জালাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ্বজিৎ দাস, সুমন সাহা, নীল কণ্ঠ সরকার প্রমুখ। মাঠ দিবসে ব্লুগোল্ড স্কুলে ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ব্লুগোল্ড স্কুলে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক পদ্ধতিতে ফলের চারা রোপন, বিষমুক্ত ধান উৎপাদন, বিষমুক্ত সবজি উৎপাদন বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় কৃষকদের সারের জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতো হতো। অনেকে সারাদিন দাড়িয়ে থেকে সার না পেয়ে বাড়ি ফিরে গেছেন। সারের জন্য জীবনও দিতে হয়েছে অনেকের। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আর কোন কৃষককে সারের জন্য হয়রানি হতে হয় না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। কৃষক নির্বিঘেœ পানি উত্তোলন করে ফসল ফলাতে পারছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে শুধু রাস্তা,ঘাট,স্কুল কলেজের উন্নয়ন হয় না কৃষকদের ও উন্নয়ন হয়। কৃষকরা শান্তিতে থাকে। সুতরাং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভরসা রাখার আহ্বান জানান।

২৩.৫.২০১৮