সাতক্ষীরা

ভোমরাস্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ

By daily satkhira

May 22, 2018

নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এঘটনায় ২২ মে ২০১৮ তারিখ দুপুরে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আনারুল ইসলাম মৃধা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১২ মে ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯) নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আনারুল ইসলাম মৃধা। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকির হোসেন নিজের ইচ্ছামত ৪টি বুথ তৈরি করেন। একটি বুথে পুলিং এজেন্ট নেন। বাকী বুথে পুলিং এজেন্ট নেননি এবং আনারুল ইসলাম মৃধাকে কেন্দ্র থেকে বের করে দেন। ভোট গননার সময় আনারুল ইসলাম মৃধা উপস্থিত ছিলেন না এবং কত ভোট কাস্ট হয়েছে ও কে কত ভোট পেয়েছে তার কোন রেজাল্টশীটও তিনি দেননি। পরিচালনা কমিটির সভাপতি তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য এধরনের কাজ করেছেন বলে ওই অভিযোগে উল্লেখ করেছেন আনারুল ইসলাম মৃধা। তিনি নতুন কমিটি শপথ গ্রহন বন্ধ রেখে ভোট কারচুপির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে।