সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার খসড়া বাজেট শীর্ষক সভা

By daily satkhira

May 22, 2018

প্রেস বিজ্ঞপ্তি : জলবায়ু পরিবর্তন অভিযোজন সক্ষম সাতক্ষীরা শহর উন্নয়নে অংশগ্রহণমূলক পৌর বাজেট ২০১৮-১৯ প্রণয়নে আরআইইউডি প্রকল্প জিআইজেডের সহায়তায় মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভা কর্র্তক আসন্ন খসড়া বাজেট পর্যালোচনা ও অগ্রাধিকার ভিত্তিতে করণীয় শীর্ষক শহর পর্যায়ের সমন্বয় কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতী। এসময় পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ বলেন পৌর-সেবাসমূহ নাগরিকদের কাছে সহজপ্রাপ্য করা, পৌরসভার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ,পৌর সম্পদ সমূহের সুষম বন্টন ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে অংশগ্রহণমূলক পৌর-বাজেটের গুরুত্ব অপরিসীম। মেয়র জলবায়ু পরিবর্তন অভিযোজনে জিআইজেড বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা পৌরসভার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্যে জিআইজেড ও জার্মান সরকারকে ধন্যবাদ জানান। তিনি সাতক্ষীরা শহরকে জলবায়ু পরিবর্তন অভিযোজন সক্ষম একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, নিউ মার্কেট থেকে রাজ্জাক পার্ক পর্যন্ত রাস্তার ডিভাইডার, রাজ্জাক পার্কের সৌন্দর্য বর্ধন, প্রাণ সায়ের খালের পাশের রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার কথা বলেন এবং বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় সকল কাউন্সিলরগণ, টিএলসিসির অন্যান্য সকল সদস্যবৃন্দ সহ পৌরসভার সকল কর্মকর্তা অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন আরআইইউডি প্রকল্প জিআইজেড’র উপদেষ্টা রতন মানিক সরকার। উল্লেখ্য গত ১৬ মে পৌরসভার সম্মেলন কক্ষে জিআইজেডের সহায়তায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক পৌর মেয়র এর সভাপতিত্বে সকল ওয়ার্ড কমিটির সদস্যদের সমন্বয়ে একটি প্রাক বাজেট সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জলবায়ু পরিবর্তন ঝুঁকি নিরসনে দরিদ্র এলাকা/বস্তি ভিত্তিক জলবায়ুপরিবর্তন অভিযোজনে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প চিহ্নিত করা হয়।