রাজনীতি

জেলা জাসদ সম্পাদক শেলীর কাছে চাঁদাদাবির প্রতিবাদে বিবৃতি

By daily satkhira

May 24, 2018

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাতক্ষীরা জেলার শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলিকে মোবাইলে জনৈক এক ব্যক্তি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়ে চাঁদা দাবি করেন। এঘটনায় জেলা জাসদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ, প্রতিবাদ এবং ওই চাঁদাবাজের শাস্তির দাবিতে বিবৃতি প্রধান করেছেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেরা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনার রশিদ, সাধারণ সম্পাদক বিমল মন্ডল, কালিগঞ্জ উপজেলা জাসদের আহবায়ক আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক রমেশ বাসার, সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, এস এম আব্দুল আলিম, সাইদুজ্জামান শুভ প্রমুখ। এছাড়া এই ঘটনায় জেলা জাসদ নেতৃবৃন্দ সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সাথে সাক্ষাত করেন এবং সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং- ১৩৪২, ২৪/৫/২০১৮। প্রেস বিজ্ঞপ্তি