খেলা

কলকাতার বিপক্ষে আজ মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ

By Daily Satkhira

May 25, 2018

স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যায় সাকিবের হায়দরাবাদ। আর এলিমিনেটর ম্যাচে রাজস্থানের বিপক্ষে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও কলকাতা।

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়। আজকের ম্যাচে যে জিতবে তারা আগামী ২৭ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মোকাবেলা করবে। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের একদশে পরির্বতনের কোন সম্ভবনা নেই। হায়দরাবাদ শেষের দিকে কিচু ম্যাচ টানা হারলেও অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে দেখা যাবে কেন উইলিয়ামসনকে।

অপরদিকে এ আসরে কলকাতা শুরুতে ভালো করতে না পারলেও শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে। তাছাড়া আজকের ম্যাচে তাদের বড় শক্তি হলো হোম ভেন্যূ। ইডেনের শক্তি ছাড়াও শেষ কয়েক ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে দিনেশ কার্তিকের দল। তাই উইনিং একাদশ নিয়েই সাকিবদের বিপক্ষে মাঠে নামছে কিং খানের কলকাতা।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীষ পাণ্ডে, সাকিব আল হাসান, উইসুফ পাঠান, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাউল, সন্দীপ শর্মা।

কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক-উইকেটরক্ষক), শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, জাভন সেয়ারলেস, পীযূষ চাওলা, প্রশিধি কৃষ্ণ ও কুলদীপ যাদব।