ন্যাশনাল ডেস্ক: উদ্বোধনের পর ‘বাংলাদেশ ভবনে’ই বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। বিকেলে ওই ভবনেই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধানকেই হাসিমুখে বের হতে দেখা যায়। প্রায় চল্লিশ মিনিটের মত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি দুই দেশের সরকার প্রধান।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বৈঠকের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয় স্থান পায়।’
নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।