ফিচার

শ্যামনগরে স্বামী তারাবি পড়তে যাওয়ার সুযোগে গৃহবধূকে হত্যা

By Daily Satkhira

May 26, 2018

নিজস্ব প্রিতবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্র্বত্তরা। মৃত সেই গৃহবধূর নাম জেবুন্নেছা (৫০)। শুক্রবার রাত ৯টার দিকে গৃহবধুর স্বামী আব্দুল আজিজ সরদার তারাবির নামাজ পড়তে গেলে সেই সুযোগে বাড়ির ভিতরে প্রবেশ করে দর্বৃত্তরা। এরপর গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। পালিয়ে যাবার সময় ঘাতকরা দুটি মোবাইল ফোন ও গৃহবধুর কানের দুল ছিড়ে নেয়। তারাবির নামাজ শেষে বাড়িতে যেয়ে আব্দুল আজিজ তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশিদের খবর দেয়। গৃহবধুর মুখে স্যান্ডো গেঞ্জি ঢুকিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে জানান প্রতিবেশিরা। এলাকাবাসি ও পুলিশ জানায়, সুরক্ষিত ওই বাড়িটির গ্রীল ও গেটে তালা লাগিয়ে নামাজ পড়তে গেলে দর্বৃত্তরা গৃহবধুকে হত্যা করায় আতঙ্ক বিরাজ করছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল থেকে জানান, গৃহবধুর মুখে গেঞ্জি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। কী কারণে হত্যা হয়েছে তা বলা যাচ্ছে না। গৃহবধুর স্বামী বলেছেন তার সাথে কারো শত্রুতা নেই।