স্বাস্থ্য

খুশকি দূর করে ক্যাস্টর অয়েল!

By daily satkhira

November 21, 2016

ডেস্ক: বলুন তো, চুলের খুশকি দূর করতে কোন তেল বেশি কার্যকর? আমন্ড অয়েল, জোজোবা অয়েল, অলিভ অয়েল নাকি ক্যাস্টর অয়েল? রূপবিশেষজ্ঞদের মতে, ক্যাস্টর অয়েল শুধু খুশকিই দূর করেই না, কার্যকর উপায়ে পুনরায় খুশকি ফিরে আসা রোধ করে। কারণ, এটি মাথার তালুতে খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এতে থাকা ওমেগা-৯ ফ্যাটি এসিড প্রাকৃতিকভাবে চুলের আর্দ্রতা ধরে রাখে। ক্যাস্টর অয়েলে আরো রয়েছে মিনারেলস, ওমেগা-৬ ফ্যাটি এসিড, ভিটামিন ই, যা চুল ও মাথার ত্বকের জন্য বেশ উপকারী। কীভাবে এই তেল ব্যবহার করবেন, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন, একনজর দেখে আসি। যেভাবে ব্যবহার করবেন : ক্যাস্টর অয়েল সরাসরি চুলে ব্যবহার করতে পারেন। এ ছাড়া এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন হালকা স্বাস্থ্যকর জোজোবা অয়েল কিংবা অলিভ অয়েল। কুসুম গরম করে তেল মালিশ করলে তালুর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি দূর করে। সারা রাত এভাবে রেখে দিন কিংবা গোসলের আগে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল খুব দ্রুতই বুঝতে পারবেন।