সাহিত্য

হৃদয়ে মুক্তামণি- ডা. গাজী নাসির উদ্দীন

By Daily Satkhira

May 26, 2018

ডা. গাজী নাসির উদ্দীন

হৃদয়ে মুক্তামণি

আজ মনটা ভারাক্রান্ত, মেঘে ঢাকা সবদিগন্ত । হারিয়ে গেছে সেই ফুল, নীলাকাশ যেন মশগুল । শূন্য হঠাত্ যেন এই হৃদয়, ভরে গেছে বিষন্নতায় । তীব্র রোগের কঠিন বেদনা, পুজ গলা ঘায়ের যাতনা । কেড়ে নিল যেন তারে , মরিয়াও অমর লক্ষ কোটি খবরে । সুখে থাক পৃথিবীর ওপারে, কান্না রাখিতে পারিনা ধরে। কোটি জনতার হৃদয়ে তুমি সদা প্রার্থনা শুনি, পরপারে ঘুমাও শান্তিতে সবার প্রিয় মুক্তামণি।।

লেখক: সহকারী অধ্যাপক, সাতক্ষীরা মেডিকেল কলেজ।