খেলা

ম্যাচ ফিক্সিং নিয়ে বোমা ফাটাল আল-জাজিরা! তদন্তের ঘোষণা আইসিসির

By Daily Satkhira

May 26, 2018

স্পোর্টস ডেস্ক: একের পর এক ইস্যুতে বিভিন্ন দেশের ক্রিকেটারদের শাস্তি দেওয়া হলেও ফিক্সিং ভুত ছাড়ছে না ক্রিকেটকে। এবার আল জাজিরার একটি প্রামণ্যচিত্রে উঠে এসেছে শীর্ষস্তরের ক্রিকেট খেলা নিয়ে কিছু দুর্নীতির অভিযোগ। এই প্রামাণ্যচিত্র দেখার পর অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আল-জাজিরা টিভিতে এ প্রামাণ্যচিত্রটি প্রচার হবার কথা।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের শীর্ষস্থানীয় কিছু টেস্ট ক্রিকেট দলকে জড়িত করে ওই দুর্নীতির ঘটনা ঘটেছে বলে ওই প্রামাণ্যচিত্রে আনা অভিযোগে বলা হয়। টিভি চ্যানেলটি বলছে, তাদের প্রামাণ্যচিত্রে তথ্য প্রমাণ থাকবে যে – ম্যাচ পাতানোতে সহায়তার জন্য গল শহরের মাঠের পিচে কিছু পরিবর্তন আনতে রাজী হয়েছিলেন শ্রীলঙ্কার একজন গ্রাউন্ডসম্যান ।

অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র বলছে, আল-জাজিরার ওই প্রামাণ্যচিত্রে দেখানো হবে যে, কীভাবে জুয়াড়িরা শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেছিল। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচের সময় তিনি এ কাজ করেছিলেন, যাতে অস্ট্রেলিয়া মাত্র তিন দিনের মধ্যে খুব বাজেভাবে হেরে গিয়েছিল।

রিপোর্টে বলা হয়, ২০১৬ সালে গলে সফররত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যেকার দ্বিতীয় টেস্টের সময় ওই গ্রাউন্ডসম্যানকে পিচের অবস্থা বদলে দেবার জন্য ঘুষ দেওয়া হয়েছিল। এছাড়া ওই একই মাঠে ইংল্যান্ড ও ভারতের খেলাগুলোকেও এ জন্য টার্গেট করা হয়েছিল।

শ্রীলঙ্কার ক্রিকেট কর্তৃপক্ষ বলছে, তারা দ্রুতই এ ব্যাপারে একটি বিবৃতি দেবে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এক বিবৃতিতে জানিয়ছে, এই কথিত ষড়যন্ত্রের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের লর্ডস মাঠে এক টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংএর জন্য ৩ পাকিস্তানি ক্রিকেটারের কারাদণ্ড হয়েছিল।